Surprise Me!

মেহেরপুরে নৌকার মাঝি ফরহাদ-খোকন || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ও মেহেরপুর -২ (গাংনী) আসনে সাহিদুজ্জামান খোকন বিএনপির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফরহাদ হোসেন ২য় বারের মতো এবং সাহিদুজ্জামান খোকন প্রথম বারের মতো নৌকার মাঝি হলেন।<br /><br />রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর (৭৩) ১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯শত ৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১৪ হাজার ১৯২ ভোট।<br />এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ আবুল কাশেম কাছেমী ১ হাজার ৩১০ জাতীয় পার্টির আব্দুল হামিদ ১ হাজার ৫৮৯ এবং জাকের পার্টির সাইদুল আলম ৯৯৩ ভোট। মেহেরপুর-১ আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।<br /><br />অপরদিকে মেহেরপুর-(৭৪) ২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭ হাজার ৭৯২ ভোট। আলিমুজ্জামান আব্দুল কাদের হাতপাখা ৯৫০ ভোট, কেতাব আলী লাঙ্গল ৮৭৬ ভোট।<br /><br />এ ছাড়া আলী আকবর গোলাপফুল ১০০৬ ভোট, জাবেদুর রহমান হারিকেন ৫৫৫ ভোট পেয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলের নেতা-কর্মীরা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।<br />#Meherpur #Farhad #Khokan #win

Buy Now on CodeCanyon